Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জুন ২০২১

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রূপকল্প, অভিলক্ষ্য, কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলী

 

১.১  রূপকল্প (Vision):

             ২০৩০ সালের মধ্যে এশিয়ার সেরা ১০টি এয়ারলাইন্সের একটি হিসেবে বিশ্বমান অর্জন।
  

১.২  অভিলক্ষ্য (Mission):

            দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন; আন্তর্জাতিক মানের সেবাসমুহ তৈরি ও প্রদান, উড়োজাহাজ সংখ্যা বৃদ্ধি ও
            নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আনুষঙ্গিকসেবা বৃদ্ধির মাধ্যমে লাভজনকভাবে ব্যবসা পরিচালনা করা।    

 

১.  কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives) : 

             ১.৩.১ দপ্তর/সংস্থার কৌশলগত উদ্দেশ্যসমূহ

             ১. অভ্যন্তরীণ কার্যসম্পাদন প্রক্রিয়াসমূহের কার্যকারিতা ও সক্ষমতা বৃদ্ধি ।

             ২. ব্যবসা সম্প্রসারণ ও মুনাফা সর্বোচ্চকরণ।                        

        ৩. সেবার মান উন্নয়ন ও গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি।

             ৪. মানব সম্পদ উন্নয়ন।

             ১.৩.২ সুশাসন ও সংস্কারমূলক কর্ম সম্পাদনের ক্ষেত্র

             ১. সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ

 

১.  কার্যাবলী (Functions) :

   ১. অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে নিরাপদ, দক্ষ, পর্যাপ্ত, সাশ্রয়ী এবং সমন্বিত আকাশ পরিবহন সেবা প্রদান।

   ২. ক্রয় ও লীজ গ্রহণের মাধ্যমে উড়োজাহাজ সংগ্রহ,ব্যবহার ও উড়োজাহাজ এবং অন্যান্য যানবাহনের মেরামত,
      ওভারহোল, রিকন্ডিশন এবং সংযোজন ।

   ৩. উড়োজাহাজ ইঞ্জিন, avionics, যোগাযোগ সরঞ্জাম ও যানবাহনের যন্ত্রাংশ এবং অন্যান্য যন্ত্রপাতি সংযোজন, উৎপাদন,
      পুনঃব্যবহারযোগ্য করা, পরীক্ষা-নিরীক্ষা করা এবং মেরামত ।

   ৪. যে কোন এয়ারলাইন্সকে অথবা আকাশপথে পরিবহন সংস্থাকে গ্রাউন্ডসাপোর্ট সেবা প্রদান।

   ৫. খাদ্য সরবরাহকারী হিসাবে এয়ারলাইন্স ও অন্যান্য প্রতিষ্ঠানকে খাদ্য সরবরাহ।

   ৬. বাণিজ্যিক উদ্দেশ্যে পোল্ট্রি ও অন্যান্য খামার পরিচালনা ।

   ৭. আকাশ পরিবহনে আনুষঙ্গিকসেবা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে যথোপুযুক্ত প্রশিক্ষণ প্রদানের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরী ।