Wellcome to National Portal
  • Banner01
  • Banner03
  • Web-Banner_Tollfree05
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মে ২০২৪

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক হজ ফ্লাইট এর শুভ উদ্বোধন


প্রকাশন তারিখ : 2024-05-09

 

 

প্রেস রিলিজ

তারিখ: ০৯ মে ২০২৪খ্রি.।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক হজ ফ্লাইট এর ‍শুভ উদ্বোধন

 

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হতে চলেছে মক্কা ও কাবা এলাকা। আল্লাহর মেহমানগণ পবিত্র হজ পালনের জন্য পবিত্র ভূমিতে যাত্রা শুরু করেছেন। ২০২৪ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট বিজি৩৩০১ আজ ০৯ মে ২০২৪ তারিখ নির্ধারিত সময় সকাল ০৭:০০টায় ৪১৫2024-05-09-04-16-f9342d2759b8e42eecec3a652fc1f806 জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করেছে।

পবিত্র হজ কে সামনে রেখে সম্মানিত হজযাত্রীদের পদধ্বনিতে মুখরিত হতে শুরু করেছে আশকোনা হজক্যাম্প। হজযাত্রীগণ যেন নির্বিঘ্নে ও সুন্দরভাবে হজে যেতে পারেন এবং পবিত্র হজ পালন শেষে সুস্থভাবে মাতৃভূমিতে ফিরে আসতে পারেন সে উদ্দেশ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ ০৯ মে ভোর ০৫:৩০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী জনাব মোঃ ফরিদুল হক খান এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব সাজ্জাদুল হাসান এমপি, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য জনাব মোঃ খসরু চৌধুরী এমপি, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোস্তাফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মোকাম্মেল হোসেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার,  সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অতিরিক্ত সচিব জনাব শফিউল আজিম, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি জনাব মোঃ শাহাদাত হোসেন তসলিম, অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর সভাপতি জনাব আবদুস সালাম আরেফ, মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন ও বিমানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিথিগণ হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাতে অংশ নেন। মোনাজাত শেষে জেদ্দার উদ্দেশ্যে যাত্রার2024-05-09-04-15-c83690e82874e188265dcc918e1fc9ad জন্য সম্মানিত হজযাত্রীদেরকে বিদায় জানান।   

এবছর ৮৫২৫৭ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। বিমান ৫০% হিসেবে ৪২,৬২৯ জন হজযাত্রী পরিবহন করবে। তবে, সার্বিকভাবে ৪৬৮৭৬ জনকে পরিবহনের প্রস্তুতি রয়েছে। প্রি-হজে বিমান ১১৬টি ফ্লাইট পরিচালনা করবে এবং পোস্ট হজে ১২৫ টি ফ্লাইট পরিচালিত হবে। সম্মানিত হজযাত্রীদের সুবিধার্থে ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম থেকেও হজযাত্রী পরিবহন করবে বিমান। বিমান এর প্রি-হজের সময়সূচি ৯ মে থেকে ১০ জুন ২০২৪ খ্রি. পর্যন্ত এবং পোস্ট হজের সময়সূচি ২০ জুন থেকে ২১ জুলাই ২০২৪ খ্রি. পর্যন্ত।  বিমান এর নিজস্ব উড়োজাহাজ দ্বারা হজ ফ্লাইট পরিচালিত হবে।