Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd এপ্রিল ২০১৯

প্রেস বিজ্ঞপ্তি


প্রকাশন তারিখ : 2019-04-02

বিশ্বব্যাপী কর্মরত পাইলটদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন্স পাইলট (ইফালপা)’র সভাপতি ক্যাপ্টেন রন আবেল সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-চট্টগ্রাম-দুবাইগামী ছিনতাই চেষ্টার উড়োজাহাজে দায়িত্বরত ক্যাপ্টেন গোলাম শাফি এবং ফার্স্ট অফিসার মুনতাসির মাহবুব-এর ছিনতাই প্রতিহতের বীরত্ব ও সাহসিকতার ভূয়সী প্রসংশা করে অভিনন্দন জানিয়েছেন।

 

এ বিষয়ে এক প্রশংসাপত্রে তিনি তাদের পেশাদারিত্ব, বুদ্ধিমত্তা এবং তাদের ইতিবাচক আচরণের প্রশংসা করেন যা বিমানের সকল ক্রুসহ বিশ্বব্যাপী সকল সহকর্মীদের অনুপ্রানিত করবে বলে উল্লেখ করেন। তিনি আরো উল্লেখ করেন যে, এই ধরণের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দক্ষতার সাথে সফলভাবে সম্পন্ন করাটি ভবিষ্যতে বিশ্বের সকল পাইলটের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।

 

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারী ২০১৯ তারিখে বিজি-১৪৭ ফ্লাইটে চট্টগ্রামে টানা ২ ঘন্টা সংকটময় মুহুর্ত অতিবাহিতের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ বোয়িং ৭৩৭-৮০০ এর ছিনতাই চেষ্টার অবসান ঘটে। ১৪৩ জন যাত্রীর সকলেই নিরাপদে উড়োজোহাজ হতে বের হয়ে আসেন।