সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে সরকার ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭’ প্রণয়ন করে। এই নীতিমালার আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিমান) বিভিন্ন শাখায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ ২০২১-২০২২ অর্থ বছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য নাম আহবান করা হয়। যাচাই বাছাই পরিশেষে বিভিন্ন পরিদপ্তর/বিভাগ/শাখা হতে ০৮ (আট) জনকে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করা হয়। বিমান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মনোনীত কর্মকর্তা/কর্মচারীগণকে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করেন। পুরস্কার প্রাপ্তরা হলেনঃ জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার, উপ-ব্যবস্থাপক গ্রাউন্ড সার্ভিস; জনাব মোঃ আব্দুর রাজ্জাক, ফাইন্যান্স ম্যানেজার, কাঠমুন্ডু; জনাব মোঃ ফখরুদ্দীন রাজী, সহকারী ব্যবস্থাপক প্রশাসন; জনাব নুরুল হক, সহকারী ব্যবস্থাপক পরিকল্পনা; জনাব বেনজীর আহমেদ, কনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা; জনাব মোঃ আব্দুর রহমান, জুনিয়র প্লানিং অফিসার; জনাব কাজী রাজিব হোসেন, প্রশাসনিক তত্ত্বাবধায়ক এবং জনাব মোঃ আমিনুল ইসলাম, প্রশাসনিক সহকারী।
এসময় উপস্থিত ছিলেন পরিচালক প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, মহাব্যবস্থাপক প্রশাসন, মহাব্যবস্থাপক যানবাহনসহ বিমান-এর বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।