Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd অক্টোবর ২০২১

ঢাকা থেকে আবুধাবি ও দুবাই রুটে বিমানের ফ্লাইট শিডিউল ঘোষণা


প্রকাশন তারিখ : 2021-10-02

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ০৩ অক্টোবর, ২০২১, রবিবার থেকে ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে দুইটি এবং ০৪ অক্টোবর, ২০২১, সোমবার থেকে ঢাকা-দুবাই রুটে সপ্তাহে ৫টি করে ফ্লাইট পরিচালনা করবে। সম্মানিত যাত্রীগণ এখন থেকেই এ দুইটি রুটের টিকেট ক্রয় করতে পারবেন।

 

ঢাকা-আবুধাবি রুটে প্রতি রবিবার ও বৃহস্পতিবার এবং ঢাকা-দুবাই রুটে প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

     

সম্মানিত যাত্রীগণ বিমানের যে কোন সেলস্ অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার (২৪/৭): মোবাইল নং-০১৭৭৭৭১৫৬৩০-৩১ ফোন: +৮৮-০২-(৮৯০১৬০০-০৯) এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন।  

 

বিমান ফেসবুক পেইজ: https://www.facebook.com/bimanbalaka/?modal=admin_todo_tour