Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ জুলাই ২০২২

সফলভাবে বিমানের প্রি-হজ ফ্লাইট সম্পন্ন


প্রকাশন তারিখ : 2022-07-04

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর চলতি বছরের প্রি-হজ ফ্লাইট সফলভাবে সম্পন্ন হয়েছে। ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিমান এবছর কোটা অনুযায়ী ২৯,৯৯২ জন হজযাত্রীকে নিরাপদে সৌদি আরব পৌঁছে দিয়েছে। গতকাল ০৩ জুলাই সর্বশেষ প্রি-হজ ফ্লাইট বিজি-৩১৪১ সন্ধ্যা ০৭:৫৫টায় যাত্রা করে সফলভাবে জেদ্দা পৌঁছেছে। প্রি-হজে ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট ও ২০টি শিডিউল ফ্লাইটসহ বিমান সর্বমোট ৮৭টি ফ্লাইট পরিচালনা করেছে। এ বছর বিমান লীজ ব্যতীত নিজস্ব ০৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইটের পাশাপাশি সৌদি আরবে নিয়মিত শিডিউল ফ্লাইট পরিচালনা করেছে। বিমান কর্মীদের আন্তরিকতা, নিরলস পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে সবগুলো ফ্লাইট সঠিক সময়ে পরিচালিত হয়েছে এবং কোন হজফ্লাইট বাতিল হয়নি।        

 

বিমানের রুট অনুযায়ী ডেডিকেটেড প্রি-হজ ফ্লাইটের সংখ্যা:   

ঢাকা-জেদ্দা: ৪৪টি (১১টি ব্যালটি হজ ফ্লাইটসহ)

ঢাকা-মদিনা: ১০টি

চট্টগ্রাম-জেদ্দা: ০৯টি

চট্টগ্রাম-মদিনা: ০২টি

সিলেট-জেদ্দা: ০২টি

শিডিউল ফ্লাইটগুলো শুধু জেদ্দা রুটে হজযাত্রী পরিবহন করেছে।  

 

উল্লেখ্য, এবছর বিমানের প্রথম হজ ফ্লাইট শুরু হয় গত ০৫ জুন। আগামী ১৪ জুলাই থেকে বিমানের পোস্ট-হজ ফ্লাইট শুরু হবে।