Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ নভেম্বর ২০২১

বিমানের নিজস্ব ব্যবস্থাপনায় বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন


প্রকাশন তারিখ : 2021-11-04

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমবারের মতো সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনা এবং জনবল দ্বারা অত্যাধুনিক বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের  ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।

 

বিমানের দক্ষ প্রকৌশলীগণ বিদেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে যথাযথ কারিগরি জ্ঞান অর্জনের পর বিমান হ্যাঙ্গার কমপ্লেক্সে গত ২০ অক্টোবর, ২০২১ তারিখে ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন কার্যক্রম শুরু করে যা ৪ নভেম্বর, ২০২১ তারিখে সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

ল্যান্ডিং গিয়ার পরিবর্তন একটি অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ কাজ। প্রতি দশ বছর পর পর ল্যান্ডিং গিয়ার পরিবর্তন করে ওভারহোল করা হয়। বিমানের চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ রয়েছে, প্রথমটির ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন সম্পন্ন হলো। এ বছর ডিসেম্বরে বিমানের নিজস্ব ব্যবস্থাপনায় আরেকটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন করা হবে।

 

বিমান প্রকৌশল ও উৎপাদন ব্যবস্থাপনা পরিদপ্তরের সক্ষমতা অর্জনের ক্ষেত্রে এটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। পূর্বে বিদেশি সংস্থার মাধ্যমে এই ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপনের কাজটি করাতে বিমানের বিপুল বৈদেশিক মূদ্রা ব্যয় হতো। বিমানের নিজস্ব স্থাপনা, ব্যবস্থাপনা ও জনবল দ্বারা কাজটি সফলভাবে সম্পন্ন করার ফলে আনুমানিক ৪ লক্ষ মার্কিন ডলার সাশ্রয় হয়েছে। চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন কাজ সম্পন্ন হলে বিমানের প্রায় ১.৬ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীগণ ইতোপূর্বে ড্রিমলাইনারের সি-চেক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে নিজেদের সক্ষমতার প্রকাশ ঘটিয়েছে।