বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক নানান কর্মসূচি পালনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। ২৬ মার্চ ২০২৪ তারিখ বিমানের প্রধান কার্যালয় বলাকায় মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদগণকে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। বলাকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব জনাব মোস্তাফা কামাল উদ্দীন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অতিরিক্ত সচিব জনাব শফিউল আজিম, বিমানের পরিচালকবৃন্দ, উর্ধতন কর্মকর্তাবৃন্দ, বিমান কেন্দ্রিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিমানের ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট (আইএফই)-তে স্বাধীনতা দিবসের ঘোষণা প্রচার করা হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিমানের সকল মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজন করা হয়।