বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত যাত্রীদের জন্য বিমানের ওয়েবসাইট http://www.biman-airlines.com থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে ১০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে। উক্ত মূল্যছাড় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল রুটের জন্য প্রযোজ্য।
গত ২৮ এপ্রিল বৃহস্পতিবার থেকে এ ছাড় শুরু হয়েছে, চলবে ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। BGWEB2022 প্রমোকোড ব্যবহার করে এ ছাড় পাওয়া যাবে।
যাত্রীগণ বিকাশ ও নগদ এর মাধ্যমে অথবা ভিসা, মাস্টার বা এমেক্স- এর ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকেটের মূল্য পরিশোধ করতে পারবেন।
বিমান কলসেন্টার: ০১৯৯০৯৯৭৯৯৭