Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ জুন ২০২৩

লেবাননে রান্না প্রতিযোগিতায় ৪০ দেশের মধ্যে দ্বিতীয় বিমানের শেফ রড্রিক।


প্রকাশন তারিখ : 2023-06-07

প্রেস রিলিজ

তারিখ: ০৭ জুন ২০২৩ খ্রি.

 

লেবাননে রান্না প্রতিযোগিতায় ৪০ দেশের মধ্যে দ্বিতীয় বিমানের শেফ রড্রিক

 

লেবাননের বৈরুতে অনুষ্ঠিত “Phonecians Festival for Tourism and Hospitality” অনুষ্ঠানে খাবার তৈরির প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) সো শেফ জনাব লিবিন শিশির রড্রিক। পুরস্কার হিসেবে তিনি লেবানন থেকে সার্টিফিকেট, ক্রেস্ট ও ম্যাডেল লাভ করেন।

 

গত ১০-১৫ মে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৪০ টি দেশের ১৬০ জন প্রসিদ্ধ শেফ অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে ৪ জন প্রতিযোগী অংশ নেন। বিএফসিসি’র সো শেফ জনাব লিবিন শিশির রড্রিক সি ফুড ও চিকেন আইটেম তৈরি করে এ পুরস্কার লাভ করেন। প্রতিযোগিতাটি স্পন্সর করেন লেবাননের পর্যটন মন্ত্রী জনাব ওয়ালিদ নাসের। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ফিলিস্তিনের প্রতিযোগী। রড্রিক শেফ ফেডারেশন অব বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট।