Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ August ২০২৩

প্রেস রিলিজ: বিমানের স্টেকহোল্ডারদের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2023-08-08



 

প্রেস রিলিজ

তারিখ: ০৭ আগস্ট ২০২৩খ্রি.
 

বিমানের স্টেকহোল্ডারদের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক যাত্রী সেবার মানোন্নয়নের লক্ষ্যে সিটিজেন চার্টার অনুযায়ী সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে ৭ আগস্ট ২০২৩ তারিখ সকাল ১১:০০ টায় বিমানের জেলা বিক্রয় অফিস, মতিঝিলে গণশুনানির আয়োজন করা হয়। বিমানের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ জনাব ছিদ্দিকুর রহমান, পরিচালক গ্রাহক সেবা জনাব মোঃ মতিউল ইসলাম চৌধুরী, মহাব্যবস্থাপক জেলা বিক্রয় অফিস জনাব আশরাফুল আলম, মহাব্যবস্থাপক গ্রাহক সেবা (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মনিরুল ইসলাম সহ সম্মানিত যাত্রীবৃন্দ ও সেবা গ্রহীতাগণ গণশুনানিতে উপস্থিত ছিলেন।     

 

গণশুনানিতে বিমানের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ এবং পরিচালক গ্রাহক সেবা যাত্রীসাধারণকে বিমানের সেবাসমূহ সম্পর্কে তথ্য প্রদান করেন এবং সেবা প্রাপ্তির পদ্ধতি সম্পর্কে অবহিত করেন। কয়েকজন সম্মানিত যাত্রী বিমানের সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের অভিজ্ঞতা, মতামত ও মূল্যবান পরামর্শ প্রদান করেন। বিমান কর্তৃপক্ষ তাদের মতামত ও পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেন।