বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস পালিত হয়েছে। ২১শে ফেব্রুয়ারি ভাষা শহিদদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনে শাহাদতবরণকারী সকল বীর শহিদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম।এসময় উপস্থিত ছিলেন বিমানের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ জনাব মোঃ ছিদ্দিকুর রহমান, পরিচালক ফ্লাইট অপারেশন্স ক্যাপ্টেন মোঃ সিদ্দিকুর রহমান, বিমানের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণসহ বিমান কেন্দ্রিক বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। মহান শহিদ দিবস উপলক্ষ্যে এদিন বিমানের প্রধান কার্যালয়সহ অন্যান্য শাখা কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।