বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত যাত্রীগণের জন্য যশোর-খুলনা রুটে চলাচলকৃত শীতাতপ নিয়ন্ত্রিত কোচ সার্ভিস সংক্রান্ত যোগাযোগ নম্বরটি পরিবর্তন করেছে। এখন থেকে বিমানের যাত্রীগণকে কোচ সার্ভিস সংক্রান্ত সার্বিক সহযোগিতার জন্য ০১৭৬৫৯৪৬৭৪৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
বিমানের শীতাতপ নিয়ন্ত্রিত কোচ খুলনার বিমান অফিস থেকে (খুলনা নিউমার্কেটের সামনে অবস্থিত) যশোর বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায় এবং যশোর বিমানবন্দর থেকে যাত্রীগণকে উক্ত স্থান পর্যন্ত পৌঁছে দেয়। যাত্রীগণকে বিনামূল্যে উক্ত সেবা প্রদান করা হয়ে থাকে।
সার্বিক সহযোগিতার জন্য যোগাযোগ:-
কোচ সার্ভিস অপারেটর- ০১৭৬৫৯৪৬৭৪৪
বিমান সেলস কাউন্টার, যশোর-০১৭৭৭৭১৫৭২৮
স্টেশন ম্যানেজার, যশোর-০১৭৭৭৭৭৫৫২৯
জেলা ব্যবস্থাপক, যশোর-০১৭৭৭৭৭৫৫২৮।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে প্রতিদিন সকাল ৮:৪৫ টায় এবং সন্ধ্যা ৫:৪৫ টায় যশোরের উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যায়। অন্যদিকে যশোর বিমানবন্দর থেকে সপ্তাহে প্রতিদিন সকাল ৯:৫৫ টায় এবং সন্ধ্যা ৬:৫৫ টায় বিমানের ফ্লাইট ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
সম্মানিত যাত্রীগণ বিমানের যে কোন সেলস্ অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার (২৪/৭): মোবাইল নং-০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন।