বর্তমানে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির কারণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এয়ারলাইন্স সমূহকে কাতার হতে বাংলাদেশে যাত্রী পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এমতাবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ঢাকা-দোহা রুটে ০৫, ০৯, ১৪ ও ১৯ এপ্রিল ২০২১ এর ফ্লাইটসমূহ বাতিল করে ৭, ১২, ১৬, ও ২১ এপ্রিল ২০২১ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে।
বাতিলকৃত ফ্লাইট সমূহের সম্মানিত যাত্রীগণকে তৎপরবর্তী ফ্লাইট সমূহে রি-বুকিং করা হয়। বাতিলকৃত ফ্লাইট এর রি-বুকিংকৃত সম্মানিত যাত্রীগণকে তাদের ‘হোটেল বুকিং’ হালনাগাদ করে বিমানে ভ্রমণ করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এখানে উল্লেখ্য 'হোটেল বুকিং' হালনাগাদ ব্যতিত কেউ বিমানে ভ্রমণ করতে পারবেন না।
বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ বিমান অফিস অথবা বিমান কল সেন্টার নাম্বার- ০১৯৯০৯৯৭৯৯৭-এ যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com
বিমান ফেইসবুক: https://www.facebook.com/bimanbalaka/?modal=admin_todo_tour