বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও ভাষাসৈনিক, লেখক, প্রখ্যাত অর্থনীতিবিদ ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব সাজ্জাদুল হাসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহ আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন। সেইসাথে মহান রাব্বুল আলামিন যেন মরহুম আবুল মাল আবদুল মুহিতকে জান্নাতবাসী করেন এবং তাঁর পরিবারকে এ শোক কাটিয়ে উঠতে ধৈর্য্য ধারণের তৌফিক দেন সে প্রার্থনা করেন।