wide bodied aircraft এ আসন সংখ্যা বেশি থাকলেও কোভিড-১৯ এর কারণে ঢাকা থেকে ২৬০ জন যাত্রী পরিবহণ করার বাধ্যবাধকতা ছিল। সৌদি আরবগামী সম্মানিত যাত্রীদের ঢাকা থেকে দ্রুত ফেরত যাওয়ার স্বার্থে সিএএবি কর্তৃক আগামী ২৪ অক্টোবর পর্যন্ত এ নিয়ম শিথিল করা হয়েছে।
সৌদি আরবগামী ফ্লাইটে ইকোনমি ক্লাসের শেষ সারি এবং বিজনেস ক্লাসের ১টি আসন ব্যতিত সকল আসনে যাত্রী পরিবহণ করা যাবে। আশা করা যাচ্ছে, সৌদি আরবগামী ফ্লাইটে আসন সংখ্যা বৃদ্ধির কারণে সে দেশে ফেরত যাওয়ার অনুমতি প্রাপ্ত যাত্রীদের সকলের পরিবহণে অনিশ্চয়তা অনেকাংশেই দূর হয়েছ।
বিমান বাংলাদেশ এয়ার লাইনস পুরাতন টিকিটধারী সম্মানিত যাত্রীদের ধারাবাহিকভাবে চার্জ ব্যতিত আসন বরাদ্দ করছে।
যাত্রী ব্যতিত অন্য সকলকে এয়ার লাইনস অফিসে না যাওয়ার/ ভীড় না করার জন্য বিমান বিনীত অনুরোধ এবং সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।