Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ এপ্রিল ২০২১

প্রেস রিলিজ


প্রকাশন তারিখ : 2021-04-07

                  

প্রেস রিলিজ

০৭ এপ্রিল ২০২১

 

ঢাকা-দোহা রুটের সম্মাণিত যাত্রীদের ভ্রমণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

 

করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-দোহা রুটে ৯, ১৪ ও ১৯শে এপ্রিল২০২১ এর ফ্লাইট বাতিল ঘোষণা করে তার পরিবর্তে ১২, ১৬, ও ২১ এপ্রিল ২০২১ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে।

 

কিন্তু বাতিলকৃত ফ্লাইট সমূহের সম্মানিত যাত্রীদের হোটেল রি-বুকিং এর জন্য প্রয়োজনীয় হোটেল না পাওয়ায় বিমান কর্তৃপক্ষ ৯, ১৪ ও ১৯শে এপ্রিল২০২১ বাতিলকৃত ফ্লাইটগুলি পুনরায় পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷

 

ফলশ্রুতিতে সম্মাণিত যাত্রীগণ তাদের টিকেটে উল্লেখিত ফ্লাইট এর তারিখ অনুযায়ী হোটেল বুকিং করে ঢাকা-দোহা রুটে ভ্রমণ করতে পারবেন ৷

 

বিস্তরিত তথ্যের জন্য নিকটস্থ বিমান অফিস অথবা বিমান কল সেন্টার- ০১৯৯০৯৯৭৯৯৭-এ যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

 

সম্মাণিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে।

 

 

 

বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com

 

বিমান ফেইসবুক: https://www.facebook.com/bimanbalaka/?modal=admin_todo_tour