আগামী ১৬ ডিসেম্বর, ২০২১ তারিখ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঢাকা-ব্যাংকক রুটের ফ্লাইট বিজি ০৮৮ সকাল ১১:৩০ টার পরিবর্তে দুপুর ০১:০০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডোয়ন করে স্থানীয় সময় ০৪:৩০ টায় ব্যাংকক পৌঁছাবে এবং ব্যাংকক থেকে ফ্লাইট বিজি ০৮৯ সেখানকার স্থানীয় সময় বিকাল ০৫:৩০ টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে ঢাকার স্থানীয় সময় সন্ধ্যা ০৭:১৫ টায়। এছাড়াও আগামী ১৭ ডিসেম্বর, ২০২১ তারিখ থেকে ঢাকা-ব্যাংকক রুটে সপ্তাহে দুইটির পরিবর্তে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান।
১৭ ডিসেম্বর হতে ঢাকা থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার স্থানীয় সময় সকাল ১১:৩০ টায় বিমানের ফ্লাইট ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাবে। ব্যাংকক থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার স্থানীয় সময় বিকাল ০৪:১৫ টায় বিমানের ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
সম্মানিত যাত্রীগণ বিমানের যে কোন সেলস্ অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার (২৪/৭): মোবাইল নং-০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন।
বিমান ফেসবুক পেইজ: https://www.facebook.com/bimanbalaka/?modal=admin_todo_tour