Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জানুয়ারি ২০২২

চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট পুনরায় চালু


প্রকাশন তারিখ : 2022-01-03

 

অভ্যন্তরীণ গন্তব্যসমূহের মাঝে আন্তঃযোগাযোগ বৃদ্ধি এবং ক্রমবর্ধমান যাত্রীচাহিদার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আগামী ৮ই জানুয়ারি, ২০২২ তারিখ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে।
 

সপ্তাহে প্রতি শনিবার ও বুধবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি৫১১ সকাল ১১:১৫ টায় উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে দুপুর ১২:৩৫ টায়। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি৫১২ প্রতি শনিবার ও বুধবার দুপুর ০১:০০ টায় ছেড়ে যেয়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ০২:২০ টায়।     
 

সম্মানিত যাত্রীগণ বিমানের যে কোন সেলস্ অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার (২৪/৭): মোবাইল নং-০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন।  

 

বিমান ফেসবুক পেইজ: 

https://www.facebook.com/bimanbalaka/?modal=admin_todo_tour