সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশী নাগরিকদের ভারতের রাজধানী দিল্লি থেকে দেশে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি: আগামী ২৪/৪/২০২০খ্রি: তারিখে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। এ ফ্লাইটের টিকিট “বিমানের মোবাইল এ্যাপস্” এবং “ওয়েবসাইট” থেকে ক্রয় করা যাবে। সম্মানিত যাত্রীগণ দিল্লী গামী বিশেষ ফ্লাইট-এর টিকিট ক্রয় করতে পারবেন ২১/৪/২০২০ অপরাহ্ন থেকে ২৩/৪/২০২০ দুপুর ২:০০টা পর্যন্ত। ইকনমি ক্লাসে ১৫০জন এবংবিজনেস ক্লাসে ১২ জন ভ্রমণ করতে পারবেন।
তাহেরা খন্দকার
উপ-মহাব্যবস্থাপক জনসংযোগ