Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st অক্টোবর ২০২৪

প্রেস রিলিজ: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের জন্য নেপাল থেকে কর্ণিয়াল টিস্যু পরিবহন করলো বিমান


প্রকাশন তারিখ : 2024-10-21

 

মন্ত্রণালয়ের অনুরোধক্রমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত দুইজনের চোখের কর্ণিয়া ট্রান্সপ্লান্টেশনের জন্য নেপাল থেকে অতি সংবেদনশীল কর্ণিয়াল টিস্যু কোনরূপ চার্জ ছাড়া সৌজন্য স্বরূপ দেশে পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ কাঠমান্ডু থেকে বিজি৩৭২ ফ্লাইটের মাধ্যমে ঢাকায় পরিবহনের পর তা জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল এর প্রতিনিধিবৃন্দের নিকট হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল এর সহকারী অধ্যাপক ডা. নওরোজ ফেরদৌস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মহাব্যবস্থাপক এয়ারপোর্ট সার্ভিস মোঃ রাশেদুল করিম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।     

 

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বদা দেশ ও দেশবাসীর প্রয়োজনে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।