Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ এপ্রিল ২০১৯

প্রতিবাদ


প্রকাশন তারিখ : 2019-04-27

অনলাইন পত্রিকা ‍aviationnewsbd.com এবং jagonews24.com এ প্রকাশিত ‘‘ বোর্ডের সিদ্ধান্ত আমলে নিচ্ছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’’ খবরের প্রতিবাদ প্রসঙ্গে।

গত ২৩ শে এপ্রিল ২০১৯ ইং আনলাইন পত্রিকা aviationnewsbd.com এবং jagonews24.com  এ প্রকাশিত ‘‘ বোর্ডের সিদ্ধান্ত আমলে নিচ্ছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’’ খবরটি সত্য নয়।

বিমান রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেমে (আর এম এস) অটোমেশন পদ্ধতিতেই টিকেট বিক্রয় অব্যাহত রেখেছে  এবং ম্যানুয়াল পদ্ধতিতে টিকেট বিক্রয়ের কোন সিদ্ধান্ত বিমান গ্রহন করে নাই। তবে, প্রতিটি এয়ারলাইন্সকে বিভিন্ন অবস্থার পরিপেক্ষিতে ম্যানুয়াল পদ্ধতি গ্রহন করতে হয়, যেমন- Misconnection Passenger, Non-revenue Passenger, Visa Expiry Passenger, Death Case, Jail Case, Deportee Case, Inadmissible Passenger, Immigration offloaded Passenger, Stretcher case, GDS mismatch booking ইত্যাদি আসন জরুরী ভিত্তিতে বোর্ডের সিদ্ধান্তক্রমেই ম্যানুয়ালী কনফার্ম করা হচ্ছে।