Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd অক্টোবর ২০২৪

ঢাকা -দিল্লী রুটে চালু হচ্ছে বিমানের সরাসরি ফ্লাইট


প্রকাশন তারিখ : 2019-04-27

আগামী ১৩ মে ২০১৯ হতে ঢাকা-দিল্লী-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে ০৩ দিন যথাক্রমে সোমবার, বৃহস্পতিবার ও শনিবার ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ।

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা হতে বিকাল ০৩:০০ ঘটিকায় ফ্লাইটটি ছেড়ে দিল্লীতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে স্থানীয় সময় বিকাল ০৫:২০ ঘটিকায় পৌঁছাবে। আবার দিল্লীর স্থানীয় সময় সন্ধ্যা ০৬:২০ ঘটিকায় ফ্লাইটটি ছেড়ে ঢাকায় অবতরণ করবে রাত ০৯:২০ ঘটিকায়।

 

ঢাকা-দিল্লী-ঢাকা রুটে রির্টান টিকেট ০১ মাস মেয়াদে ইকোনমি ক্লাসের ক্ষেত্রে ট্যাক্স ব্যতীত সর্বনিম্ন ৩০০ ইউএস ডলার এবং ০১ বছর মেয়াদী টিকেটের ক্ষেত্রে ট্যাক্স ব্যতীত সর্বনিম্ন ৩২০ ইউএস ডলার ভাড়া নির্ধারণ করা হয়েছে।

 

দীর্ঘ প্রতিক্ষিত এই ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে বিমান ব্যবস্থাপনা এই রুটের টিকেটের উপর ১৫ শতাংশ উদ্বোধনী ছাড় ঘোষনা করছে। আগামী ৩০ মে ২০১৯ -এর মধ্যে যারা টিকেট ক্রয় করবেন তারা এই ছাড়ের সুযোগ গ্রহণ করতে পারবেন। উল্লেখ্য ঢাকা থেকে অপারেটকৃত দেশী-বিদেশী সকল এয়ারলাইন্সের মধ্যে একমাত্র বিমানই ঢাকা-দিল্লী রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।