Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd অক্টোবর ২০২৪

বিমানের ৪৩ জন কর্মচারী-কে ক্যাজুয়াল থেকে চুক্তিভিত্তিক প্রস্তাবপত্র প্রদান


প্রকাশন তারিখ : 2019-06-04

আজ ০৩ জুন ২০১৯ রোজ সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ৪৩ জন ক্যাজুয়ালভিত্তিক কর্মচারী-কে নৈমিত্তিক হতে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে রূপান্তরিত করার প্রস্তাবপত্র প্রদান করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ এসকল কর্মচারী বিমানে কর্মরত থেকে দক্ষতা, অভিজ্ঞতা ও সক্ষমতা অর্জন করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মচারীগণের হাতে চুক্তিভিত্তিক প্রস্তাবপত্র পত্র তুলে দেন। এ সময় বিমানের পরিচালক প্রশাসন জিয়াউদ্দীন আহমেদসহ বিমানের উর্ধ্বতন কর্মকর্তা/কর্মচরীগণ উপস্থিত ছিলেন।

 

প্রসংগত উল্লেখ্য, বিমানে দীর্ঘদিন যাবৎ কর্মরত নৈমিত্তিক কর্মচারীগণের মধ্যে যারা সফলভাবে ১২ বছর চাকুরি সম্পন্ন করেছেন তাদেরকে পর্যায়ক্রমে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে বিমান কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন জামিল বলেন, কোম্পানিতে পরিণত হবার পর দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা শেষে বিমানে চূড়ান্ত জনবল কাঠামো অনুমোদিত হয়েছে। এছাড়া সংস্থার বিভিন্ন বিভাগে কর্মরত নৈমিত্তিকভিত্তিক জনবলকে পর্যায়ক্রমে চুক্তিভিত্তিক কর্মচারীতে পরিণত করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা, অভিজ্ঞতা ও সক্ষমতা বিবেচনা করে দ্রুত পদোন্নতির ব্যবস্থা নেয়া হচ্ছে। বিশেষভাবে অবদান রাখার জন্য কর্মীদের প্রযোজ্যক্ষেত্রে প্রণোদনাসহ পুরস্কার-এর ব্যবস্থা করা হয়েছে। তিনি তাঁর বক্তব্যে বিমান কর্মীদের আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালনের মাধ্যমে উন্নত যাত্রীসেবা প্রদান নিশ্চিত করার আহ্বান জানান।