সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০২১
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাতিল প্রসঙ্গে
প্রকাশন তারিখ
: 2021-06-30
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধ এর আওতায় কঠোর লকডাউনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১ জুলাই ২০২১ তারিখ হতে ০৭ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত সকল অভ্যন্তরীণ ফ্লাইট সমূহ বাতিল ঘোষণা করছে।
তবে শুধুমাত্র আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী পরিবহণের জন্য ঢাকা হতে চট্টগ্রাম, সিলেট ও কক্সজবাজার গন্তব্যে স্বল্প সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে। উল্লেখ্য যে,এই ফ্লাইট সমূহে শুধুমাত্র বিমানের টিকেটধারী আন্তর্জাতিক গন্তব্যের যাত্রীগণই ভ্রমণের সুযোগ পাবেন ।
১ -৭ জুলাই ২১ এর মধ্যে বাতিলকৃত ফ্লাইট সমূহের টিকেটধারী সকল সম্মানিত যাত্রীগণ এই টিকেট এর মাধ্যমে কোন প্রকার অতিরিক্ত চার্জ প্রদান করা ছাড়াই পরবর্তীতে (বিমানের আসন খালি থাকা সাপেক্ষে) ভ্রমণের সুযোগ পাবেন।
বিস্তারিত তথ্যের জন্য বিমান কল সেন্টারঃ ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ এ যোগাযোগ করুন ।
বিমান ওয়েব সাইটঃ www.biman-airlines.com
বিমান ফেইসবুক:
https://www.facebook.com/bimanbalaka/?modal=admin_todo_tour
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও
জনাব ড. মোঃ সাফিকুর রহমান
বিস্তারিত...
কেন্দ্রীয় ই-সেবা
সামাজিক যোগাযোগ
জরুরি হেল্পলাইন নম্বর