Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জানুয়ারি ২০২৪

নবগঠিত বিমান পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2024-01-10

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ২০২৪ সালে নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা (৩০০তম বোর্ড সভা) আজ ১০ জানুয়ারি ২০২৪ তারিখ প্রধান কার্যালয় বলাকায় অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে বোর্ড সভা শুরু হয় এবং সকল বোর্ড সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নতুন বছরে নব উদ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে বোর্ড সদস্যগণ মিলিত হন। বৈশ্বিক মহামারী ও ডলারের উচ্চমূল্যবৃদ্ধি সত্ত্বেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিগত তিন বছর লাভের ধারা অব্যাহত রেখে সরকারের লাভজনক প্রতিষ্ঠানসমূহের মধ্যে অন্যতম অবস্থান ধরে রেখেছে।        

 

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব জনাব মোস্তাফা কামাল উদ্দীন এর সভাপতিত্বে উক্ত সভায় বোর্ডের পরিচালকবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, সিনিয়র সচিব, আইআরডি ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, জনাব মোহাম্মদ সালাহউদ্দিন, সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় (ভার্চুয়ালি যুক্ত ছিলেন), জনাব মোঃ মোকাম্মেল হোসেন, সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, অর্থ সচিব (ভার্চুয়ালি যুক্ত ছিলেন), রিয়ার এ্যাডমিরাল মোঃ খুরশেদ আলম (অবঃ), সচিব, মেরিটাইম অ্যাফেয়ার্স  ইউনিট, পররাষ্ট্র মন্ত্রণালয়, এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, চেয়ারম্যান,  বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এয়ার ভাইস মার্শাল মোঃ হাসান মাহমুদ খান, সহকারী চিফ অফ এয়ার স্টাফ (অপারেশন্স), মেজর জেনারেল মোঃ ইফতেখার আনিস, ইঞ্জিনিয়ার ইন চিফ, বাংলাদেশ সেনাবাহিনী, জনাব ফারুক হাসান, সভাপতি, বিজিএমইএ, ব্যারিস্টার তানজীব-উল-আলম, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, জনাব খন্দকার আতিক-ই-রব্বানী, ব্যবস্থাপনা পরিচালক, দ্য কম্পিউটারস্ লিঃ এবং জনাব শফিউল আজিম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (অতিরিক্ত সচিব), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।