Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জুলাই ২০২৩

বিমানের প্রথম ফিরতি হজফ্লাইট ঢাকায় পৌঁছেছে


প্রকাশন তারিখ : 2023-07-03

 

সম্মানিত হাজিগণকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর এবছরের প্রথম ফিরতি হজ ফ্লাইট বিজি৩৩২ ৪১৮ জন হাজি নিয়ে আজ ৩ জুলাই ২০২৩ তারিখ সকাল ০৭:১৫টায় ঢাকায় এসে পৌঁছেছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কাস্টম হল সংলগ্ন বিমানের সুসজ্জিত কাউন্টার থেকে সম্মানিত হাজিগণকে জমজমের পানি সরবরাহ করা হয় এবং বিমানের পক্ষ থেকে হাজিগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিগণ ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইন্স এর পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে ৫ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে। বিমানের পাশাপাশি অন্যান্য এয়ারলাইন্স এর মাধ্যমে দেশে আগত হাজিগণকেও জমজমের পবিত্র পানি সরবরাহ করছে বিমান।