প্রেস রিলিজঃ
আগামী ১৩ ও ১৪ জুলাই ২০২০ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি: দুবাই এবং আবুধাবিতে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে । ১৩ জুলাই হতে ঢাকা- দুবাই-ঢাকা রুটে সপ্তাহে সোম, বৃহস্পতি ও শনিবার এবং ঢাকা-আবুধাবি-ঢাকা রুটে ১৪ জুলাই ২০২০ হতে সপ্তাহে মঙ্গল, বুধ ও শুক্রবার নিয়মিত ফ্লাইট চলবে। তবে ভিজিট ভিসাধারীগণের কোভিড-১৯ পরীক্ষা রিপোর্ট আবশ্যক।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com
বিমান কল সেন্টার : ০১৭৭৭৭১৫৬১৩-১৬
তাহেরা খন্দকার,
ডিজিএম, পি আর।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস।