সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষত ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন পেইজ ও গ্রুপ খুলে কিছু অসাধুচক্র বিমানের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেখে এসবের ফাঁদে না জড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হলো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি বিমানের নিজস্ব ওয়েবসাইট www.biman.gov.bd এবং প্রথম সারির জাতীয় দৈনিকে প্রকাশ করে থাকে। প্রতিযোগীগণ কয়েক ধাপে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে নিয়োগ লাভ করেন। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় সকল ধরনের সুপারিশ/তদবীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নাম ও লোগো ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হলো।
বিমানের সঠিক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য ভিজিট করুন:
https://biman.gov.bd/site/view/jobs/-