আপনারা অবগত আছেন যে, গত ডিসেম্বর ২০১৯ থেকে চীনে একটি নতুন করেনাভাইরাস (২০১৯-nCoV) সংক্রমণ এর প্রার্দুভাব দেখা দিয়েছে এবং বর্তমানে উক্ত ২০১৯-এন করোনাভাইরাস-এর সংক্রমন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।
এই রোগ মানুষ থেকে মানুষে ছড়াতে পারে, উপদ্রুত এলাকায় ভ্রমনের সময় যে কেউ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। সুতরাং একান্ত অত্যাবশকীয় কারণ ছাড়া চীন ভ্রমন এড়িয়ে চলুন।
যদি চীনে ভ্রমন অত্যাবশ্যকীয় হয় তবে সেখানে ভ্রমন ও অবস্থানের সময় নিম্নলিখিত সর্তকর্তাসমূহ অবলম্বন করতে হবেঃ
দেশে ফিরে আসার ১৪ দিনের মধ্যে ২০১৯-এন করোনাভাইরাস –এর সংক্রমণের লক্ষনসমূহ (১০০° ফারেনহাইট/৩৮° সেন্টিগ্রেড-এর বেশি জ্বর ,গলা ব্যথা, কাশি,শ্বাসকষ্ট) দেখা দিলে দেরি না করে আইইডিসিআর হটলাইনে (০১৯৩৭০০০০১১,০১৯৩৭১১০০১১,০১৯২৭৭১১৭৮৪,০১৯২৭৭১১৭৮৫) যোগাযোগ করুন।