Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ নভেম্বর ২০২৩

প্রেস রিলিজ: ২০ নভেম্বর থেকে চেন্নাই রুটে বিমানের টিকেট বিক্রয় শুরু


প্রকাশন তারিখ : 2023-11-20

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামীকাল ২০ নভেম্বর ২০২৩ তারিখ থেকে ঢাকা-চেন্নাই-ঢাকা রুটের টিকেট বিক্রি শুরু করতে যাচ্ছে। আগামীকাল সকাল ১১টায় বিমানের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে বিক্রয়ের জন্যে টিকেটসমূহ উন্মুক্ত করা হবে। সম্মানিত যাত্রীগণ বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যে কোন সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট ক্রয় করতে পারবেন।

 

ঢাকা-চেন্নাই রুটে সকল প্রকার ট্যাক্সসহ ইকোনমি ক্লাশে একমূখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ১৫,৫২০ টাকা থেকে শুরু হবে এবং রিটার্ন টিকেটের ভাড়া শুরু হবে ২৬,৬৩৫ টাকা থেকে। ট্যাক্সসহ বিজনেস ক্লাশে ঢাকা-চেন্নাই রুটে একমূখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৩৭,৬২৪ টাকা থেকে এবং রিটার্ন টিকেটের ভাড়া শুরু হবে ৬১,৯৯৫ টাকা থেকে। সময় ও চাহিদা বিবেচনায় ভাড়ার পরিমাণ কম-বেশি হতে পারে।   

 

ঢাকা থেকে ফ্লাইট বিজি৩৬৩ সপ্তাহে প্রতি শনিবার, সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২:৫০টায় চেন্নাই এর উদ্দেশ্যে যাত্রা করে চেন্নাই পৌঁছাবে স্থানীয় সময় দুপুর ০৩:২০টায় এবং চেন্নাই থেকে উক্ত দিনসমূহে ফ্লাইট বিজি৩৬৪ স্থানীয় সময় বিকাল ০৪:১৫টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ০৭:৩০টায়।

 

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর ২০২৩ তারিখ মহান বিজয় দিবস থেকে বিমানের চেন্নাই ফ্লাইট চালু হচ্ছে। বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ এর মাধ্যমে চেন্নাই ফ্লাইট পরিচালনা করা হবে।