Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ নভেম্বর ২০২০

প্রেস রিলিজ ১০ নভেম্বর, ২০২০।


প্রকাশন তারিখ : 2020-11-10

প্রেস রিলিজ

১০ নভেম্বর, ২০২০।

আগামী ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার হ’তে সিলেট-কক্সবাজার সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল ১১৪৫ ও বৃহস্পতিবার সকাল ১১৫০ ঘটিকায় সিলেট হতে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমানের ফ্লাইট। এছাড়া কক্সবাজার-সিলেট রুটে সপ্তাহে দুইদিন যথাক্রমে রবিবার দুপুর ১২০৫ ঘটিকায় এবং মঙ্গলবার দুপুর ১৩৪৫ ঘটিকায় পর্যটন নগরী কক্সবাজার হতে পূণ্যভুমি সিলেটের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। যাত্রী চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন বিকাশের কথা বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স  সিলেট-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করেছে যা বাংলাদেশের অভ্যন্তরীণ  ফ্লাইট  পরিচালনার ইতিহাসে এই প্রথম। আশা করা যাচ্ছে এর ফলে পর্যটন এলাকা সিলেট ও কক্সবাজার এর মধ্যে পর্যটনের দ্রুত বিকাশ ও বানিজ্যিক উন্নয়নের সেতুবন্ধন তৈরী হবে।

প্রোমোকোড INPRO15 ব্যবহার করে সন্মানিত যাত্রী সাধারণ ১৫% ছাড়ে সিলেট কক্সবাজার রুটে বিমানের টিকেট ক্রয় করতে পারবেন। বিমানের সকল সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিমান মোবাইল এ্যাপস ও অনলাইনে বিমানের সিলেট-কক্সবাজার-সিলেটসহ সকল রুটের টিকেট ক্রয় করা যাবে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ

বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com

বিমান কল সেন্টার: 01777715613 -16

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর পক্ষে

 

তাহেরা খন্দকার,

উপ-মহাব্যবস্থাপক, জনসংযোগ।