Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ August ২০১৯

অক্টোবরেই চালু হচ্ছে বিমানের ঢাকা-মদিনা নিয়মিত ফ্লাইট


প্রকাশন তারিখ : 2019-08-27

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৮ অক্টোবর ২০১৯ হতে ঢাকা-মদিনা-ঢাকা নিয়মিত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা গ্রহন করেছে। বর্তমান সরকারের বিমানের  রুট সম্প্রসারণ প্রক্রিয়ার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে বিমান।

বিমান ২৪টি বিজনেস ক্লাস ও ২৪৭টি ইকোনোমি ক্লাসসহ মোট ২৭১টি সিট সম্বলিত অত্যাধুনিক ও সুপরিসর বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে ঢাকা-মদিনা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে। প্রথমবারের মত এ রুটে নিয়মিত  সপ্তাহে ০৪ দিন যথাক্রমে সোম, বুধ, বৃহস্পতি ও শনিবার ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।

বিমানের সকল সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, অনলাইনে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com ও বিমানের কল সেন্টার (মোবাইল: ০১৭৭৭৭১৫৬১৩-৬) থেকে ঢাকা-মদিনা-ঢাকা রুটের টিকেট ক্রয় করা যাবে। টিকেট ক্রয়ের সুনির্দিষ্ট তারিখ ও ক্রয়মূল্য অচিরেই ঘোষণা করা হবে।