Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ সেপ্টেম্বর ২০২১

মন্ত্রণালয় থেকে ‘উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন (২০২০-২১)’ সহ আরও তিন ক্যাটাগরিতে বিমান কর্তৃক পুরস্কার অর্জন


প্রকাশন তারিখ : 2021-09-08

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ২০২০-২০২১ অর্থবছরে ‘পেনশন ও গ্রাচুইটি নিস্পত্তি/পরিশোধ পদ্ধতি সহজিকরণ’ শীর্ষক উদ্ভাবনী ধারণা বাস্তবায়ন করে দাপ্তরিক কার্যক্রমকে সহজ, নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খলকরণে অবদান রাখায় এবং অভ্যন্তরীণ কার্যপদ্ধতিতে গুণগত পরিবর্তন আনয়নের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক ‘উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন (২০২০-২১)’ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে। উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে এরূপ সফলতা অর্জন করায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মোকাম্মেল হোসেন বিমানের সকল কর্মীবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী-২০২১’ উদযাপন উপলক্ষে আলোকসজ্জায় প্রথম পুরস্কার, ‘ঐতিহাসিক ৭ই মার্চ-২০২১’ উদযাপন উপলক্ষে আলোকসজ্জায় দ্বিতীয় পুরস্কার এবং ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১’ উদযাপন উপলক্ষে আলোকসজ্জায় দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ্ মোস্তফা কামাল এ অর্জনের জন্য কর্মীবৃন্দকে ধন্যবাদ জানান এবং সাফল্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।