বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ এর ১২তম বার্ষিক সাধারণ সভা গতকাল ৩০ শে ডিসেম্বর ২০১৯ প্রধান কার্যালয় বলাকা’য় অনুষ্ঠিত হয়। সভায় ২০১৮-২০১৯ অর্থ বছরের লাভ ঘোষণা করা হয়। বিমান উক্ত অর্থ বছরে (কর পরিশোধ করেও) নীট ২১৮ কোটি টাকা লাভ করেছে। বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী,বিবিপি, এনডিইউ,পিএসসি (অবসরপ্রাপ্ত)।
বার্ষিক সাধারণ সভায় বিমান পরিচালনা পর্ষদের সকল সদস্য, বিভিন্ন মন্ত্রনালয়ের শেয়ার হোল্ডারগণ, বিমানের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ মোকাব্বির হোসেন এবং বিমানের উর্ধ্বতন কমকর্তাগণ এবং কোম্পানী সচিব জনাব কাজী আতিকুর রহমান উপস্থিত ছিলেন।