আগামী ০৪ জানুয়ারি, ২০২২ তারিখ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ৫০ বছর পূর্তি অর্থাৎ সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে। আগামী ৪ জানুয়ারি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে সুবর্ণজয়ন্তীর মূল অনুষ্ঠান। বিমানের সুবর্ণজয়ন্তীর এই আয়োজনে প্রতিষ্ঠানটির অবসরপ্রাপ্ত সকল গর্বিত সদস্যদেরকে সাদর আমন্ত্রণ। আপনাদের সদয় উপস্থিতি অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি আয়োজনকে মহিমান্বিত করবে।
উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি নিশ্চিত করতে আগামী ২৮ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে
http://biman.gov.bd/forms/form/Anniversary%20of%20Biman লিংকে প্রবেশ করে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হচ্ছে। বিকল্প পদ্ধতি হিসেবে ০১৭৭৭৭১৫৬০৭ অথবা ০১৭৭৭৭১৫৬১০ নম্বরে একটি এসএমএস প্রদানের মাধ্যমে নাম, বিমান আইডি নম্বর, অবসর গ্রহণের সময় পদবী, বিমানে যোগদানের তারিখ, অবসর গ্রহণের তারিখ, যোগাযোগ নম্বর, ঠিকানা ও একটি ইমেইল আইডির তথ্য প্রেরণ করে নিবন্ধন করা যাবে।