বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর জুনিয়র পার্সার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক স্বনামধন্য ক্রিকেটার জনাব মোঃ সানোয়ার হোসেন কে এসিসি অনূর্ধ-১৯ যুব এশিয়া কাপ ২০২৩ এর টিম ম্যানেজারের দায়িত্ব প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ৬ থেকে ১৮ ডিসেম্বর ২০২৩ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে তিনি বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট টিমের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, ২০২৪ সালে আইসিসি অনূর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপেও জনাব সানোয়ার হোসেন টিমের সাথে সম্পৃক্ত থাকবেন। আগামী ৬ ডিসেম্বর বিজি৩৪৭ ফ্লাইটে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টিম ঢাকা থেকে দুবাই গমন করবেন।
আমরা বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট টিমের সাফল্য কামনা করছি।