Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জানুয়ারি ২০২১

প্রেস রিলিজ ১৪-০১-২১


প্রকাশন তারিখ : 2021-01-17

১৪ই জানুয়ারি, ২০২১ খ্রিঃ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রধান কার্যালয়ে টেলিটক বাংলাদেশ লিঃ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, টেলিটক বাংলাদেশ লিঃ এর Bulk SMS সেবা গ্রহণ করবে। উক্ত চুক্তির ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পক্ষ থেকে সম্মানিত যাত্রীগণকে বিমান ফ্লাইটের সময় পরিবর্তন, বাতিলকৃত ফ্লাইটের তথ্য প্রদান, কোভিড-১৯ সম্পর্কিত তথ্য এবং অন্যান্য তথ্য সমূহ টেলিটক অপারেটরের সাহায্যে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এছাড়াও রাস্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান দুইটি সক্ষমতা অনুযায়ী বিভিন্ন সেবা এক অপরকে প্রদানের প্রত্যয় ব্যক্ত করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোকাব্বির হোসেন এবং টেলিটক এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাহাব উদ্দিন এর উপস্থিতিতে জনাব প্রভাস চন্দ্র রায়, মহাব্যবস্থাপক, মার্কেটিং ও ভ্যাস, টেলিটক বাংলাদেশ লিঃ ও মোহাম্মদ সালাউদ্দিন, মহাব্যবস্থাপক, মার্কেটিং, বিমান বাংলাদেশ  এয়ারলাইন্স নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com

 

বিমানফেইসবুক: https://www.facebook.com/bimanbalaka/?modal=admin_todo_tour

 

বিমান কল সেন্টার: ০১৭৭৭-৭১৫৬১৩-১৬

 

 

বিমান বাংলাদেশ  এয়ারলাইনস  এর পক্ষে

তাহেরা খন্দকার,

উপ-মহাব্যবস্থাপক, জনসংযোগ।