জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাহকদের সেবার মাত্রা আরো একধাপ এগিয়ে নিতে চালু করছে তিনটি নতুন টিকেট সেলস সেন্টার। আগামী ২১ জুন ২০২০ তারিখ হতে চালু হতে যাওয়া সেলস সেন্টার তিনটি হলোঃ
(১) ধানমন্ডি সেলস অফিস
প্লট#০৬,০৮ এবং ১০, রোড#৫এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯।
মোবাইল নম্বরঃ ০১৭৭৭৭১৫৬২০-৬২১
ই-মেইলঃ dhanmondidso@bdbiman.com
অফিস টাইমঃ সকাল ১০ ঘটিকা হতে সন্ধ্যা ৬ ঘটিকা
(শুক্র ও শনিবার বন্ধ)
(২) ফার্মগেট সেলস অফিস
৮১ কাজী নজরুল ইসলাম এভিনিউ
ফার্মগেট, তেজগাঁও, ঢাকা-১২১৫।
মোবাইল নম্বরঃ ০১৭৭৭৭১৫৬২৫-৬২৬
ই-মেইলঃ farmgatedso@bdbiman.com
অফিস টাইমঃ সকাল ১০ ঘটিকা হতে সন্ধ্যা ৬ ঘটিকা
(শুক্র ও শনিবার বন্ধ)
(৩) ২৪/৭ সেলস সেন্টার
বিমান প্রধান কার্যালয় বলাকা গেট
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড
বলাকা ভবন, কুর্মিটোলা,ঢাকা-১২২৯।
মোবাইল নম্বরঃ ০১৭৭৭৭১৫৬৩০-৬৩১
ই-মেইলঃ balakadso@bdbiman.com
অফিস টাইমঃ প্রতিদিন ২৪ ঘন্টা
সেলস সেন্টার গুলোর মাধ্যমে সন্মানিত যাত্রীগণ বিমানের টিকেট ক্রয় সংক্রান্ত সকল সেবা গ্রহণ করতে পারবেন।
তাহেরা খন্দকার
উপ-মহাব্যবস্থাপক জনসংযোগ
মোবাইল-০১৭৭৭৭১৫৫১১