Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জানুয়ারি ২০২২

প্রেস রিলিজ: ১১ ও ১২ই জানুয়ারি ঢাকা-দুবাই রুটে বিমানের দুইটি অতিরিক্ত ফ্লাইট


প্রকাশন তারিখ : 2022-01-09

 

ক্রমবর্ধমান যাত্রীচাহিদার কারণে এবং সম্মানিত রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের সুবিধার্থে আগামী ১১ ও ১২ই জানুয়ারি, ২০২২ তারিখ ঢাকা-দুবাই রুটে দুইটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

 

আগামী ১১ ও ১২ই জানুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি৪০৪৭ স্থানীয় সময় সকাল ১১:৩০ টায় ছেড়ে যেয়ে দুবাই পৌঁছাবে স্থানীয় সময় ১৫:৩০ টায়। দুবাই ট্রাভেল অ্যাডভাইজারি অনুযায়ী সকল কর্মকাণ্ড সম্পন্ন করতে সম্মানিত যাত্রীগণকে প্রয়োজনীয় কাগজপত্রসহ ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘন্টা পূর্বে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।    

 

আজ ০৯ই জানুয়ারি, ২০২২ তারিখ রোজ রবিবার দুপুর ০২:৩০ টায় ফ্লাইটটির টিকেটসমূহ ‍বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হবে। সম্মানিত যাত্রীগণ বিমানের যে কোন সেলস্ অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার (২৪/৭): মোবাইল নং-০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার: ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন।    

 

 

বিমান ফেসবুক পেইজ: 

https://www.facebook.com/bimanbalaka/?modal=admin_todo_tour