কোভিড-১৯ মহামারীর কারনে মার্চ ২০২০ হতে কাঠমান্ডুতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট পরিচালনা বন্ধ হয়েছিল।
আজ ১৮ ফেব্রুয়ারী ২০২১বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর বিজি ০৭১,এর মাধ্যমে নেপালে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু হয়েছে। ১০৬ জন যাত্রী নিয়ে দুপুর ০২.৪০ ঘটিকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে কাঠমান্ডুর উদ্দেশ্যে ফ্লাইট টি ছেড়ে যায়।
এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে। মোবাইল এ্যাপস,বিমান ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকেট ক্রয় করা যাবে।নেপাল যাত্রার করোনা সংক্রান্ত শর্ত/নির্দেশনা /শিডিউল বিমানের ওয়েব সাইট www.Biman-airlines.com এ পাওয়া যাবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর পক্ষে,
তাহেরা খন্দকার।
উপ-মহাব্যবস্থাপক, জনসংযোগ।