বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ্জ অপারেশনস-২০১৯ এর কার্যক্রমের আওতায় আজ সকাল ০৮.০০ পর্যন্ত ৯৩টি ডেডিকেটেড এবং ১৯টি শিডিউল ফ্লাইটসহ মোট ১১২টি হজ্জ ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান এপর্যন্ত মোট ৪১, ২৬৪ জন হজ্জ-যাত্রীকে পবিত্র ভূমি সৌদি আরবে পৌঁছে দিয়েছে। উল্লেখ্য, গত ৪ জুলাই ২০১৯ হতে হজ্জ ফ্লাইট শুরু হয়েছে। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ্জ ফ্লাইট কার্যক্রম।
দুই মাস ব্যাপী হজ্জ-ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ৩৬৫টি ফ্লাইট পরিচালনা করা হবে, যার মধ্যে ৩০৪ ‘ডেডিকেটেড’ এবং ৬১টি শিডিউল ফ্লাইট। পোস্ট-হজ্জে ১৪৭ টি ফ্লাইট চলবে ১৭ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত (ডেডিকেটেড-১৪৭ এবং শিডিউল ২৯) এর মধ্যে বাংলাদেশ থেকে মদিনা ১৮ টি ও মদিনা থেকে বাংলাদেশে ১৫ টি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি সর্বাঙ্গ-সুন্দর হজ্জ কার্যক্রম সম্পন্ন করার জন্য সদা সতর্কভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামী ০৫ আগষ্ট পর্যন্ত ‘প্রি-হজ্জ ফ্লাইট চলবে।