Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ জানুয়ারি ২০২৫

প্রেস রিলিজঃ চেক ইন কাউন্টারে সিট আপগ্রেডেশন সেবা চালু করল বিমান


প্রকাশন তারিখ : 2025-01-07

 

সম্মানিত যাত্রীবৃন্দের সুবিধার্থে এয়ারপোর্ট চেক ইন কাউন্টারে সিট আপগ্রেডেশন সুবিধা চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখন থেকে সম্মানিত যাত্রীগণ এয়ারপোর্টে চেক ইন করার সময় সিট খালি থাকা সাপেক্ষে চেক ইন কাউন্টার থেকে সীমিত খরচে সহজেই ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে সিট আপগ্রেড করতে পারবেন। ইতোমধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্যান্য বিমানবন্দরসমূহেও এ সুবিধা চালু করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চেক ইন কাউন্টারের মনিটরে এ সংক্রান্ত সেবার তথ্য প্রচারিত হচ্ছে। চেক ইন কাউন্টারের পাশাপাশি টিকেট কাউন্টার এবং কলসেন্টার থেকেও যথারীতি সিট আপগ্রেডেশন সেবা গ্রহণ করা যাবে।