Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ মার্চ ২০২২

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক মহান স্বাধীনতা দিবস উদযাপন


প্রকাশন তারিখ : 2022-03-26

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস। এদিন বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবন চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব জনাব সাজ্জাদুল হাসান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ্‌ মোস্তফা কামাল, বিমানের পরিচালকবৃন্দ এবং বিভিন্ন অ্যসোসিয়েশনের প্রতিনিধিসহ এয়ারলাইন্সটির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

 

সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।  

এদিন বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়।