Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd সেপ্টেম্বর ২০২২

সাফ-জয়ী নারী ফুটবলারদের লাগেজ ডেলিভারি সম্পর্কে বিমানের বক্তব্য


প্রকাশন তারিখ : 2022-09-22

 

বিজি-৩৭২/ ২১-০৯-২০২২, কাঠমান্ডু-ঢাকা ফ্লাইটে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২২ এর বিজয়ী নারী ফুটবল দলের সম্মানীত খেলোয়াড়দের লাগেজ থেকে টাকা ও মালামাল খোয়া যাওয়ার বিষয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে বিমানের বক্তব্য/মন্তব্য নিম্নরূপ:  

 

গতকাল কাঠমান্ডু-ঢাকা রুটের বিজি-৩৭২ ফ্লাইটটি ১৩:৪২ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটির ব্যাগেজ ৮নং ব্যাগেজ বেল্টের মাধ্যমে ১৪:১০ টায় অত্যন্ত গুরুত্বসহকারে সার্বক্ষণিক তদারকির মাধ্যমে ডেলিভারি দেয়া হয়। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর প্রতিনিধি ও সংশ্লিষ্ট খেলোয়াড়গণ লাগেজগুলো সঠিক অবস্থায় বুঝে নেন। লাগেজগুলো বুঝে নেয়ার সময় লাগেজ হতে কোন কিছু খোয়া যাওয়ার বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। বাফুফের প্রতিনিধিগণ লাগেজগুলো দুইটি কাভার্ড ভ্যানে উত্তোলনপূর্বক এয়ারপোর্ট এরিয়া ত্যাগ করেন। আজ ২২-০৯-২০২২খ্রি.  তারিখ এয়ারপোটস্থ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এয়ারপোর্টে বর্ণিত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। উল্লিখিত বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সকলকে অনুরোধ করা হলো।