Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd অক্টোবর ২০২৪

প্রেস রিলিজ: ওমরাহ যাত্রীদের জন্য টিকেটের মূল্য হ্রাস ও সকল বুকিং ক্লাস উন্মুক্ত করেছে বিমান


প্রকাশন তারিখ : 2024-09-10

 

প্রেস রিলিজ

তারিখ: ১০/০৯/২০২৪

 

ওমরাহ যাত্রীদের জন্য টিকেটের মূল্য হ্রাস ও সকল বুকিং ক্লাস উন্মুক্ত করেছে বিমান

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত ওমরাহ যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকেটের মূল্য হ্রাস করেছে। ইতঃপূর্বে ওমরাহ এর জন্য দুইটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর (আরবিডি) ব্যবহার করা হতো। সম্মানিত ওমরাহ যাত্রীদের টিকেট প্রাপ্তি সহজলভ্য করতে চলমান ২টি বুকিং ক্লাসের পরিবর্তে সকল বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে যা সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত রয়েছে। এর ফলে সম্মানিত ওমরাহ যাত্রীগণ সাধারণ যাত্রীদের ন্যায় যে কোন আরবিডি তে ওমরাহ টিকেট ক্রয় করতে পারবেন। যে সকল ওমরাহ যাত্রী আগে টিকেট ক্রয় করবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন। এছাড়াও যে সকল যাত্রী ওমরাহের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেয়া হচ্ছে।