মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক গৃহীত কর্মসূচির আলোকে ২৬ মার্চ ২০২১ বলাকায় জাতীয় পতাকা উত্তোলন, মসজিদ সমুহে বিশেষ দোয়া পাঠ, বলাকাস্থ স্মৃতিসৌধ ও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ উপলক্ষে বিমানের প্রধান কার্যালয় বলাকার লবিতে বিমানের সর্বস্তরের কর্মকর্তা / কর্মচারীদের অংশগ্রহণে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন’’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাব সাজ্জাদুল হাসান। আরও উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য জনাব রিয়ার অ্যাডমিরাল মোঃ খুরশেদ আলম (অবঃ), এনডিসি, পিএসসি, পরিচালক কর্পোরেট প্ল্যানিং এন্ড ট্রেনিং, পরিচালক ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, পরিচালক ফ্লাইট অপারেশন্স, প্রিসিপাল বিএটিসি, মহাব্যবস্থাপক প্রশাসনসহ বিমানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।