বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের অনবদ্য ব্যবসায়িক সাফল্য
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ব্যবসায়িক সুনাম সমুন্নত রেখে ও অত্যন্ত সফলতার সাথে হয়রত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে আগমন এবং বর্হিগমনে দেশি-বিদেশি এয়ারলাইন্স সমূহে খাদ্য, পানীয় ও সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৭শে নভেম্বর ২০১৯ খ্রিঃ তারিখ হতে বিশ্বের একটি মর্যাদাবান এবং তুরস্কের জাতীয় পতাকাবাহী টার্কিশ এয়ারলাইন্সে ফ্লাইটে খাবার ও অন্যান্য সেবা প্রদানের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। টার্কিশ এয়ারলাইন্সের উড়োজাহাজ এয়ারবাস ৩৩৩ প্রতিদিন ১২৩০ ঘটিকায় এসে রাত ২২৫০ ঘটিকায় ঢাকা ছেড়ে যাবে এবং এর যাত্রীবহন ক্ষমতা বিজনেস ক্লাস ২৪টি এবং ইকোনমি ২৬৪ - ২৭০ টি । উক্ত ফ্লাইটে খাবার প্রদানের মাধ্যমে বিমানের এই লাভজনক প্রতিষ্ঠানটি আরও অধিকতর ব্যবসায়িক সাফল্যের পরিচয় দিতে সক্ষম হলো। এই চুক্তির ফলে বছরে বিএফসিসি ০৯ থেকে ১০ কোটি টাকার মত ব্যবসায়িক আর্থিক সাফল্য অর্জন করবে। ইতোমধ্যে খাদ্যের মান উন্নয়নের লক্ষ্যে BFCC ব্যবস্থাপনা বিদেশী Chef (ইতালিয়ান) নিয়োগ দিয়েছেন এবং প্রতিনিয়ত নতুন নতুন খাবারের মেনু প্রবর্তনে সচেষ্ট রয়েছেন। আর্ন্তজাতিক মান বজায় রেখে খাদ্য প্রস্তুত এবং সুগঠিত নিরাপদ খাদ্য ব্যবস্থা প্রতিষ্ঠানটির সাফল্যের মূলমন্ত্র। বিএফসিসি দেশের একমাত্র আর্ন্তজাতিক মান ও খ্যাতি সম্পন্ন একটি প্রতিষ্ঠান যা ISO 9001-2015 এবং ISO 22000-2005 সনদ প্রাপ্ত।
তাহেরা খন্দকার
উপ-মহাব্যবস্থাপক জনসংযোগ
ফোন-০১৭৭৭৭১৫৫১১
ই-মেইল: gmpr@bdbiman.com