আগামী ২৯ মে, ২০২১ তারিখ হতে সৌদি আরবে বিমানের ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবে হোটেল কোয়ারেন্টাইন প্যাকেজ সুবিধা নিশ্চিত করণ সাপেক্ষে আগামী ২৯ মে, ২০২১ তারিখ হতে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। সৌদিগামী যাত্রীদের হোটেল বুকিংসহ কোয়ারেন্টাইন প্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন্য নিকটস্থ বিমান সেলস কাউন্টার এ যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য যে ভিসার মেয়াদের উপর অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের আসন সংরক্ষণ করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য
নিকটস্থ বিমান সেলস সেন্টার /কাউন্টার,
বিমান ওয়েবসাইটঃ http://www.biman-airlines.com অথবা
বিমান কল সেন্টারঃ ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ - এ যোগাযোগ এর অনুরোধ করা যাচ্ছে।
বিমান ফেইসবুকঃhttps://www.facebook.com/bimanbalaka/?modal=admin_todo_tour