Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জানুয়ারি ২০২৩

জাতির পিতার প্রতিকৃতিতে বিমানের চেয়ারম্যান ও এমডির শ্রদ্ধাঞ্জলি


প্রকাশন তারিখ : 2023-01-18

প্রেস রিলিজ

তারিখ: ১৮ই জানুয়ারি, ২০২৩ খ্রি.।
 

জাতির পিতার প্রতিকৃতিতে বিমানের চেয়ারম্যান ও এমডির শ্রদ্ধাঞ্জলি
 

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমণ্ডি ৩২ নম্বরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব জনাব মোস্তফা কামাল উদ্দীন এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম।
 

১৭ই জানুয়ারি ২০২৩ তারিখ অপরাহ্ণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বিমানের চেয়ারম্যান এবং এমডি ও সিইও ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করেন। জাদুঘরের কিউরেটর জনাব মো. নজরুল ইসলাম খান এবং বিমানের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ জনাব মোঃ ছিদ্দিকুর রহমান এসময় উপস্থিত ছিলেন।      
 

উল্লেখ্য, গত ১৫ই জানুয়ারি ২০২৩ তারিখ জারিকৃত এক প্রজ্ঞাপনে বিমান পরিচালনা পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে জনাব মোস্তফা কামাল উদ্দীন, সিনিয়র সচিব (অবসরপ্রাপ্ত) কে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।